• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ঋণ পরিশোধ করতে না পেরে এক ব্যক্তির আত্মহত্যা

আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২৩, ১৮:১৩
নাটোর
ফাইল ছবি

নাটোর সদর উপজেলায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গলায় জিআই তার পেঁচিয়ে জালাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

শনিবার (৭ অক্টোবর) সদর উপজেলার ডাঙ্গাপাড়া হবিরমোড় এলাকায় নিজবাড়ির পাশে সুপারি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জালাল উদ্দিন একই এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন আগে জালাল উদ্দিন এনজিও থেকে লোন ও সুদ কারবারিদের কাছ থেকে সুদে টাকা নিয়ে ১ লাখ ৪০ হাজার টাকায় ছেলেকে একটি অটোরিকশা কিনে দেন। কিন্তু সেই অটোরিকশাটি চুরি হয়ে যায়। এতে পাওনাদারদের প্রতি সপ্তাহে ২০ হাজার টাকা কিস্তি ও সুদের লাভের টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন জালাল। সম্প্রতি ঋণ পরিশোধে তিনি একটি কোম্পানিতে কাজ নেন। তারপরেও টাকা পরিশোধ ব্যর্থ হন তিনি।

এরপর এ দিন ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন। পরে তারা বাড়ির অদূরে সুপারি গাছে জিআই তার দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অপমৃত্যু। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা: আঁচল ফাউন্ডেশন
৯ বছর পর দেশে ফিরে স্ত্রীকে পেলেন ঝুলন্ত অবস্থায়
ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চাঁদপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা