ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

তৃতীয় মেয়াদে রাসিকের দায়িত্ব নিলেন মেয়র লিটন

স্টার্ফ রিপোর্টার, রাজশাহী

রোববার, ১৫ অক্টোবর ২০২৩ , ০৮:১২ পিএম


loading/img

তৃতীয় মেয়াদে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়রের দায়িত্ব নিয়েছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বিজ্ঞাপন

রোববার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।

দায়িত্ব হস্তান্তর করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন। দায়িত্ব নেওয়ার পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক বারকুল্লাহ বিন দুরুল হুদা।

বিজ্ঞাপন

এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, গত মেয়াদে করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে উন্নয়ন কাজে বাধাগ্রস্ত হয়েছি। এবার সব বাধা-বিপত্তি পেরিয়ে আগামী পাঁচটি বছর নিবিড়ভাবে রাজশাহীর সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই, বিশেষ করে কর্মসংস্থানের বিষয়টি।

রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন এক লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। গত ৩ জুলাই তাকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এর আগে ২০০৮-২০১৩ প্রথম মেয়াদে এবং ২০১৮-২০২৩ সালের মে পর্যন্ত দ্বিতীয় মেয়াদে রাসিকের মেয়র ছিলেন খায়রুজ্জামান লিটন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |