• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ধানখেত থেকে ভ্যানচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২৩, ১৭:২৯
প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে মেহেদুল ইসলাম (৫৫) নামের এক ভ্যানচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মেহেদুল ইসলাম একই ইউনিয়নের আব্দুলাহপুর গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘোড়াঘাট থানার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় একটি ধানখেত থেকে মেহেদুল ইসলামের মরদেহটি উদ্ধার করা হয়। তিনি পেশায় একজন ভ্যানচালক। ধারণা করা হচ্ছে তার ভ্যানটি ছিনতাই করে তাকে হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
মসজিদের বাথরুম থেকে মুসল্লির মরদেহ উদ্ধার