‘হতে চাই ভালো মানুষ করতে চাই সকল ভালো কাজ’ এই স্লোগানকে ধারণ করে ‘বি-নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ’ পরিবারের পথচলা। পঞ্চম বি-নেগেটিভ দিবস উপলক্ষে সংগঠনটি আয়োজন করে এক মিলনমেলা।
শুক্রবার (২০ অক্টোবর) শুক্রবার রাজধানীর উত্তরখানের মৈনারটেক ‘দি হোমস অ্যান্ড গার্ডেন’ রিসোর্টে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলোওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। অন্যান্য আয়োজনের মধ্যে ছিল সদস্য পরিচিতি, উম্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, সম্মাননা, সংগঠনের পরিচালনা কমিটির বার্ষিক পরিকল্পনা উপস্থাপন, উপদেষ্টামণ্ডলীর বক্তব্য এবং বিভিন্ন সুভেনিয়র বিতরণ। মিলনমেলায় দেশের বিভিন্ন জেলা হতে রক্তদাতা সদস্যগণ ও রক্তগ্রহীতারা অংশগ্রহণ করেন।
দেশব্যাপী ‘বি নেগেটিভ’ রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে ২০১৮ সালের ২৮ এপ্রিল কয়েকজন বি-নেগেটিভ রক্তবহনকারীকে নিয়ে একটি ফেসবুক গ্রুপের মধ্য দিয়ে এই পরিবারের যাত্রা শুরু। এর উদ্যোক্তা ছিলেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার সন্তান শাহাদাত। এ পরিবারের বর্তমান সদস্য সংখ্যা (ফেসবুক গ্রুপে) ৭ হাজার দুই শতাধিক।
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ‘বি-নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ’ পরিবার অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস এবং ওয়েব সাইট তৈরি করছে যেখানে সব ‘বি নেগেটিভ’ রক্তদাতাদের ডাটাবেজ সংযুক্ত করা হচ্ছে। দেশে যেন কখনো ‘বি-নেগেটিভ’ রক্তের জন্যে কারও প্রাণ হারাতে না হয় সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে এই সেচ্ছাসেবী সংগঠন।
‘বি-নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ’ পরিবারের সঙ্গে শিক্ষক, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, সরকারি চাকরিজীবী এবং স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্মরত রয়েছেন—এমন অনেকেই যুক্ত রয়েছেন।