ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মাদরাসা থেকে পালাতে গিয়ে কার্নিশে আটকে পড়ল শিশু, অতঃপর...

আরটিভি নিউজ

বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ , ০১:৫০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে মাদরাসা থেকে পালাতে গিয়ে পাঁচতলা ভবনের কার্নিশে আটকে পড়ে ১০ বছর বয়সী এক ছাত্র। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস এসে শিশুটিকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ অক্টোবর) জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ময়মনসিংহের ত্রিশালের মাদরাসাতুল ইদকানের হিফজ বিভাগের ১০ বছর বয়সী এক ছাত্র মাদরাসা থেকে পালাতে গিয়ে ভবনের পাঁচতলার ছাদের কার্নিশে আটকে পড়ে। এমন তথ্য জানিয়ে বুধবার ইসহাক নামে এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে সহায়তার অনুরোধ জানান। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল এএসএম ফয়সাল। তিনি তাৎক্ষণিকভাবে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে মাদরাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়। উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া স্টেশন অফিসার মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |