• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৩, ০৯:১৮
নারায়ণগঞ্জ
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় তানিয়া আক্তার (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আল-আমিন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টিপুরদীর চৈতী গার্মেন্টস এলাকার ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানিয়া আক্তার ও আল-আমিন সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পিলকুনি মেহাচর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর তাদেরকে মদনপুর বারাকাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন এবং আহত আল-আমিনকে ভর্তি করেন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বারাকাহ হাসপাতালে নিলে চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন এবং আহত আল-আমিনকে ভর্তি করেন। দুর্ঘটনায় দীর্ঘ ২ ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াশালে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮