ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

কালভার্টের নিচে মিলল ৪ মণ গাঁজা

স্টাফ রিপোর্টার কুমিল্লা, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ , ১১:০০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কুমিল্লা আদর্শ সদর উপজেলার জামবাড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে ৪ মণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে মাদক কারবারিকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি কুমিল্লা আদর্শ সদরের উত্তর জামবাড়ির মো. জসিম উদ্দিন (২৯)। পলাতক কারবারি একই গ্রামের কামরুল হোসেন (৩২)।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার কয়েকজন কর্মকর্তা অভিযান পরিচালনা করেন। ওই সময় সদর উপজেলার জামবাড়ি এলাকায় কালভার্টের নিচে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে পাচারের জন্য স্তূপ করে রাখা ১৬২ কেজি (চার মণের বেশি) গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |