ঘুষের টাকাকে ‘সম্মানী’ বলা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে জেলার রানীনগরে বদলি করা হয়েছে। শফিকুল ইসলামকে ৭ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
শফিকুল ইসলামের বিরুদ্ধে বেসরকারি স্কুল-মাদরাসায় প্রধান ও সহকারী প্রধান শিক্ষক, কর্মচারী নিয়োগ ও অনলাইনে শিক্ষকদের এমপিওভুক্তির ফাইল পাঠানোর জন্য টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন আক্কেলপুর উপজেলার শিক্ষকরা। এসব পদে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে তাকে ৪০ থেকে ৫০ হাজার টাকা দিতে হতো। এর কম হলে তিনি স্কুল-মাদরাসার প্রধানদের বিভিন্নভাবে হয়রানি এবং কটু কথা বলতেন। আবার এসব পদে এমপিওভুক্তির ফাইল পাঠাতেও তিনি পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত নিতেন।
এর আগে শফিকুল ইসলাম স্কুল-মাদরাসায় নিয়োগ ও এমপিওর ফাইল পাঠানোর সময় টাকা নেওয়ার কথা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, যে টাকা নেওয়া হয় তা ঘুষ নয়, সম্মানী হিসেবে নেওয়া হয়।