ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

জয়পুরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ , ১১:১১ পিএম


loading/img
প্রতীকী ছবি

জয়পুরহাটের ক্ষেতলালে একই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলার পশ্চিম মাহমুদপুর সাঞ্জা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  মেডিকেল অফিসার ডা. নওশিন নাজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত শিশুরা হলেন ক্ষেতলাল উপজেলার রসুলপুর গ্রামের সোহাগ হোসেনের ছেলে ফারহান ইসলাম (৪) ও প্রতিবেশী সরোয়ার হোসেনের ছেলে মো. শাফায়েত (৪)।

বিজ্ঞাপন

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর গ্রামের সরোয়ার হোসেনের চার বছরের শিশুপুত্র শাফায়েত ও প্রতিবেশী সোহাগ হোসেনের একই বয়সের শিশুপুত্র ফারহান বাড়ির পাশে খেলছিল। হঠাৎ করে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের খোঁজাখুঁজি করে। পরে বিকেল সাড়ে চারটার দিকে পুকুর থেকে তাদের উদ্ধার করে ক্ষেতলাল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মামুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. জামান বলেন, দুই শিশুকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। পরে ক্ষেতলাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। 

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |