ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আখাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৪ নভেম্বর ২০২৩ , ০৩:২০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (৪ নভেম্বর) সকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। এর আগে থানা পুলিশের গত ২৪ ঘণ্টায় মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দক্ষিণ মিনারকোট এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। 

আটককৃত ব্যবসায়ী হলেন মনিয়ন্দ ইউনিয়নের দক্ষিণ মিনারকোট এলাকার মৃত কবির মিয়ার ছেলে মো. রাব্বি প্রকাশ বাবু (২০)।

বিজ্ঞাপন

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

তিনি আরও জানান, পূর্বেও তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |