রাজধানীর মগবাজারে মঞ্জিল বাসের ধাক্কায় এক রিকশা আরোহী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বিজ্ঞাপন
সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত তিনজনকে রাসমোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
তিনি জানান, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, মগবাজার ওয়ারলেস এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।