রাজশাহীতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে সিরাজুল ইসলাম শিরু (৫৬) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
সিরাজুল ইসলাম শিরু পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর এলাকার মৃত মসলেম খলিফার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্টে বাড়িতে একা পেয়ে এক কিশোরীকে ধর্ষণ করেন সিরাজুল ইসলাম। কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন তিনি। পরে হবু বরের কাছে ভিডিও ও ছবি পাঠালে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ভুক্তভোগী কিশোরী। এ ঘটনায় কিশোরীর বাবা পৃথক দুটি মামলা করেন। ওই মামলায় আজ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন।