ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পল্লবীতে নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে যুবক নিখোঁজ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ , ০৮:০৫ পিএম


loading/img
নিখোঁজ রায়হানুল ইসলাম রাফি

রাজধানীর পল্লবীতে মো. রায়হানুল ইসলাম রাফি (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সেকশন ১১’র নিজ বাসা থেকে বেরিয়ে তিনি মাগরিবের নামাজ পড়তে মসজিদে যান। এরপর নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি।

এ ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের মা রিমি আক্তার।

বিজ্ঞাপন

জিডিতে বলা হয়, রায়হানুল ইসলাম রাফি বুধবার বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে অন্যান্য দিনের মতো মাগরিবের নামাজ পড়তে মসজিদে যান। এরপর নামাজ শেষে তিনি আর বাড়িতে ফেরেননি। এ বিষয়ে আত্মীয়-স্বজনসহ রাফির বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ রাফির গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে প্যান্ট ও টি-শার্ট ছিল। এ ছাড়া তিনি চশমা ব্যবহার করেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

নিখোঁজের পরিবার জানায়, রায়হানুল ইসলাম রাফি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি ও সেন্ট যোসেফ কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি পড়াশোনা করতে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

বিজ্ঞাপন

নিখোঁজের কোনো সন্ধান পাওয়া গেলে বাসা- ৪, রোড নম্বর- ২৪/৫, এভিনিউ- ৫, সেকশন- ১১, ঢাকা- ১২১৬ এই ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। অথবা সরাসরি এই নম্বরে ০১৭২৪০৫৮৬৬৪, ০১৭৮২২০৬৬৩০ যোগাযোগ করতে বলা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |