মানসিক প্রতিবন্ধী অসিত হালদারকে ১৩ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ৩০ অক্টোবর থেকে নিখোঁজ তিনি। ২৮ বছর বয়সী সন্তানকে খুঁজে পেতে ছোটাছুটি করছেন বাবা আদিত্য হালদার ও মা ছায়া হালদার।
বিজ্ঞাপন
অসিত হালদারের খোঁজ পেতে মাদারীপুরের ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অসিতের ভাই রবীন হালদার।
জানা গেছে, নিখোঁজ অসিত হালদার মানসিকভাবে অসুস্থ। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং ফর্সা, চোখে চশমা আছে। তার ঠিকানা- মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর গ্রাম। কেউ খোঁজ পেলে ০১৭১১-০০০৪৮৬, ০১৭৭৮-৬২৭৫৬৩ কিংবা ০১৭৩৫-৮৩৫৮৪৯ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে অসিতের পরিবার।