ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চোরাই পথে কয়লা আনতে গিয়ে মাটিচাপায় নিহত যুবক

আরটিভি নিউজ

রোববার, ১২ নভেম্বর ২০২৩ , ১১:৩৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ভারত থেকে চোরাই কয়লা আনতে গিয়ে গুহার ভেতরে মাটিচাপায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বিজ্ঞাপন

রোববার (১২ নভেম্বর) সকালে ১২৯৭ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নুরুল হক (২০)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের লাকমা ছড়ার পশ্চিম পাড়ের আব্দুল খালেকের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র মারফত জানা যায়, তাহিরপুরের লাকমা সীমান্তে ১২৯৭ আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকা দিয়ে ২০-২৫ জনের একটি দল চোরাই পথে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় গুহা থেকে বস্তায় ভরে কয়লা আনার সময় ওপর থেকে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই নুরুল হক মারা যান। তার সঙ্গে থাকা আরও ৫-৬ জন আহত হন। পরে নুরুল হকের মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন তার সঙ্গীরা।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |