ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে মূল ভুখণ্ডের নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন সুরাইয়া আক্তার লাকী। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের নৌ চলাচল বন্ধ থাকবে। তিনি আরও জানান ইতোমধ্যে দুর্যোগ মোকাবিলায় ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও চৌকিদারকে সজাগ থাকতে বলা হয়েছে।
এ ছাড়া সিপির সদস্যরা জনগনকে সতর্ক করতে একটি করে সিগনাল পতাকা উত্তোলন করেন। সিপিপির ১৭৭টি ইউনিটের সদস্যরা বিভিন্ন ইউনিটে এই পতাকা উত্তোলন করেন। হাতিয়া সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় ১৭৭টি ইউনিটের প্রায় ৩ হাজার ২০০ সদস্য প্রস্তুত রয়েছে।
এদিকে হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা হয়ে অন্ধকার নেমে এসেছে। রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছোট-বড় মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে চলে আসার জন্য বলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উপকূলের ২৬৫ কিলোমিটারের মধ্যে চলে আসায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত জারি করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বরে বিপৎসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় মিধিলি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে।