ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, পথচারী নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২০ নভেম্বর ২০২৩ , ১২:৫৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এতে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। 

বিজ্ঞাপন

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রব (৬৫)। তিনি গজারিয়া উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা রিফাত মল্লিক জানান, কুমিল্লা থেকে ৩০-৩৫জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে ভাটেরচর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক বৃদ্ধকে চাপা দিয়ে খাদে পড়ে  যায়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, আব্দুর রব মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন এ সময় বাসটি তাকে চাপা দেয়। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |