ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সিলেটের সাবেক মেয়র আরিফুলের বাসায় ককটেল নিক্ষেপ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ , ১১:০৬ পিএম


loading/img
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসভবনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর কুমারপাড়ায় এ ঘটনাটি ঘটে। 

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি কাজে আমার খামারে ছিলাম, রাত সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী ফোন করে বলেন বাসায় ককটেল ছোড়া হচ্ছে। পরে আমি বাসায় এসেছি।

বিজ্ঞাপন

বাসার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, পর পর তিনটি ককটেল গেইটে ছুড়েছে দুই যুবক। আরেকজন সেটি ভিডিও করেছে। এ ঘটনার খবর পেয়ে প্রশাসনের লোকজন বাসায় এসে ফুটেজ সংগ্রহ করেছেন।

তিনি আরও বলেন, আমার বাসায় যদি এটা হয় তাহলে দেশের মানুষের কী হবে? আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। সম্প্রীতির শহরে এসব বিষয় কাম্য নয়। 

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনটি হাতবোমা ছুড়লে দুটি বিস্ফোরিত হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে; বিস্তারিত পরে জানানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |