ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ নভেম্বর ২০২৩ , ০৮:১৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ নভেম্বর) সাড়ে ৫ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

আব্দুলপুর রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীপুর থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিক উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। সন্ধ্যা সোয়া ৬টায় রুপসা আন্তনগর ট্রেন স্টেশন অতিক্রম করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকসি) নূর মোহাম্মদ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করি। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চলাচলের জন্য লাইন উন্মুক্ত করে দেওয়া হয়।

তিনি জানান, এ ঘটনায় রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |