ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সাতক্ষীরায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ , ১২:০০ এএম


loading/img
ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস খাদে পড়ে ৮ জন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া ঈদগাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত একজনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি থেকে যাত্রী নিয়ে একটি মিনিবাস সাতক্ষীরার নওয়াপাড়া ঈদগাহ পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের দ্রুত উদ্ধার করেন।

বিজ্ঞাপন

আশাশুনি ফায়ার সার্ভিস ইনচার্জ আবুল কালাম মোড়ল বলেন, আমাদের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে আহতদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |