ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নদীতে ভাসছিল বাঘের মরদেহ

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ , ১১:২৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা টহল ফাঁড়ির সদস্যরা নদীতে ভাসমান একটি বাঘের মরদেহ উদ্ধার করেছেন। 

বিজ্ঞাপন

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা গহীন সুন্দরবনের রায়মঙ্গল নদীতে ভাসমান অবস্থায় মস্তকবিহীন অর্ধগলিত বাঘটি উদ্ধার করেন। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলেদের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক নদীতে ভাসমান অবস্থায় মৃত বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |