নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে বানিয়াছল বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন (৩২) বানিয়াছল এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার মনু মিয়ার ছেলে কাউসারের (৩০) সঙ্গে ইন্টারনেট ব্যবসা নিয়ে আল-আমিনের বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার রাত ১০টার দিকে বানিয়াছল বিলপাড় এলাকায় কাউসারসহ ২০/২৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে আল-আমীন দৌড়ে এক বাড়িতে আশ্রয় নিলেও ওই বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।