ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

দৌড়ে বাড়িতে আশ্রয় নিলেও প্রাণে রক্ষা পাননি আল-আমিন

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩ , ০১:১৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

রোববার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে বানিয়াছল বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন (৩২) বানিয়াছল এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার মনু মিয়ার ছেলে কাউসারের (৩০) সঙ্গে ইন্টারনেট ব্যবসা নিয়ে আল-আমিনের বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার রাত ১০টার দিকে বানিয়াছল বিলপাড় এলাকায় কাউসারসহ ২০/২৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে আল-আমীন দৌড়ে এক বাড়িতে আশ্রয় নিলেও ওই বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |