ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে রাজধানীতে বাইসাইকেল র‍্যালি 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩ , ১১:১২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে বাইসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াবের) এ উদ্যোগ নেয়।

বিজ্ঞাপন

র‍্যালিটি মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬:৩০ টায় মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে তেজগাঁও, হাতিরঝিল, কাওরান বাজার, ফার্মগেট প্রভৃতি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মানিক মিয়া এভিনিউতে এসে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

ছওয়াবের চেয়ারম্যান এসএম রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও হেড অব প্রোগ্রাম লোকমান হোসাইন তালুকদারের সঞ্চালনায় ২৫০ এর অধিক ভলান্টিয়ারের উপস্থিতিতে প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্নেল (অব.) জেড আর এম আশরাফ উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস হলো, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এবং মানবতার আপদকালীন সময়ে পাশে দাঁড়ানো। তিনি সারাদেশে ছওয়াবের স্বেচ্ছাসেবী কাজের প্রশংসা করে উপস্থিত ভলান্টিয়ারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক রেজাউল করিম খোকন এবং ছওয়াবের ডাইরেক্টর অপারেশন্স মোহাম্মদ আফতাবুজ্জামান, এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর খোরশেদ আলম, হেড অব মনিটরিং ইমদাদুল ইসলাম, মুশফিকুস সালেহীন, সিরাজুল ইসলাম, বোরহান উদ্দিনসহ অনেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |