ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পরিবার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ , ০৬:০৩ এএম


loading/img
ছবি : সংগৃহীত

কুমিল্লায় নিজের বাড়ি থেকে ৩০ দিন আগে হারিয়ে যাওয়া রায়হান (১০) নামের এক শিশুকে ফিরে পেয়েছে তার পরিবার। নিখোঁজের মাস খানেক পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা।

বিজ্ঞাপন

বুধবার (৬ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রায়হানকে তার পরিবারের কাছে তুলে দেন শার্শা উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রশাসনিক কর্মকর্তারা।

রায়হান কুমিল্লা জেলার বুড়িচংয়ের আনন্দপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শিশু রায়হানকে চারদিন আগে নাভারণ রেল স্টেশন থেকে উপজেলা আনসার সদস্যরা খুঁজে পায়। পরে তাকে উদ্ধার করে সমাজসেবা অফিসারের কাছে হস্তান্তর করে। সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম খোঁজ নিয়ে তার পরিবারকে বের করেন। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রায়হানের বাবা জানান, ৩০ দিন আগে রায়হান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গাতে খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সন্তান ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম মিজানুর রহমান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |