ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

‘অন্যরা পাহাড় থেকে বেরিয়ে এলেও সাইফুল হারিয়ে যান’

আরটিভি নিউজ

শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ , ১১:২১ পিএম


loading/img
ট্রাকচালকের সহকারী সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনাতে ঘুরতে গিয়ে হারিয়ে যান সাইফুল ইসলাম (৫৫) নামের এক পর্যটক। তিনি পেশায় ট্রাকচালকের সহকারী। 

বিজ্ঞাপন

শনিবার (৯ ডিসেম্বর) পাহাড় থেকে তাকে খুঁজে বের করে পুলিশ।

সাইফুল বগুড়ার শাহাজাহানপুর থানার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে মিরসরাইয়ের ডাকঘর এলাকায় রংধনু ফিলিং স্টেশনে ট্রাক রেখে কয়েক চালক ও সহকারী ওয়াহেদপুর বাওয়াছড়া ঝরনায় ঘুরতে যায়। এ সময় অন্যরা পাহাড় থেকে বেরিয়ে এলেও সাইফুল হারিয়ে যান। 

তিনি আরও জানান, বিষয়টি অবহিত করলে শুক্রবার রাত থেকে অভিযান চালিয়ে শনিবার সকালে তাকে খুঁজে পেয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে তার ট্রাকচালক রফিকুল ইসলামের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |