ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে আরেকজনকে গ্রেপ্তার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ১১:৩৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম আদালত এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রিপন দাস (২৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তার রিপন দাস নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা হরস চন্দ্র লেনের বাসিন্দা বলে জানা গেছে। তিনি চকবাজার এলাকার একটি ফার্মেসিতে চাকরি করতেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, আইনজীবী সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না রিপন। তবে হত্যাকাণ্ডের সময় ধারণ করা একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিন তিনি নীল গেঞ্জি পরিহিত ছিলেন। ওই সময় ধারালো দা ছিল তার হাতে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার বলেন, সাইফুল হত্যাকাণ্ডের তদন্তে নেমে আসামি রিপনকে শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় তাকে।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা। এ সময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ছুড়লে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ থেকে আশপাশ এলাকায়। ওই সময় রঙ্গম কনভেনশন হলের পাশের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফে হত্যা করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। একই দিনের ঘটনায় আরও পাঁচটি মামলা দায়ের হয় কোতোয়ালি থানায়।

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |