ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সাবেক ফুটবলার আখতার হোসেন ফজলু আর নেই

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ , ০৯:২৮ পিএম


loading/img
আখতার হোসেন ফজলু। ছবি : সংগৃহীত

সাবেক জাতীয় দলের ফুটবলার আখতার হোসেন ফজলু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় শনিবার (১৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কক্স জেকবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়র মৌছা গ্রামে। 

বিজ্ঞাপন

আখতার হোসেন ফজলুর ভাতিজা লৌহজং উপজেলার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা খান ও মাওয়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আমাদের চাচা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশের প্রতি টান ছিল অপরিসীম। তিনি সবসময় দেশের খোঁজখবর রাখতেন।

জানা গেছে, ফুটবলার আখতার হোসেন ফজলু ৭০-৮০ এর দশকে দেশের ঘরোয়া ফুটবলের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। খেলতেন স্ট্রাইকিং পজিশনে। ব্রাদার্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি। ১৯৭৭ সালে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে প্রথম হ্যাটট্রিক এসেছিল তার পা থেকে। পরবর্তীতে ব্রাদার্স ছেড়ে এক মৌসুম তিনি আবাহনীতে খেলেন। এরপর আবার তিনি ব্রাদার্সে ফিরলে ১৯৮১ সালে আগা খান গোল্ডকাপের শিরোপা জিতেন। ১৯৮০ সালের মাঝামাঝি সময়ে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান ফজলু। সেই থেকে সেখানেই তিনি অবস্থান করছিলেন। ২০২০ সালে করোনায় আক্রান্ত হন তিনি। পরবর্তীতে সুস্থ হলেও শরীরে বেশ কিছু জটিলতা দেখা দেয়। শারীরিক নানা জটিলতায় অনেক দিন যাবৎ অসুস্থ ছিলেন এই জাতীয় দলের সাবেক এই গুণী ফুটবলার। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও চার মেয়ে, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |