ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নারায়ণগঞ্জের ফ্ল্যাটে দগ্ধ টুম্পাও আর নেই

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ , ১০:৩৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনের ফ্ল্যাটে দগ্ধ হওয়া র‌্যাব সদস্যের পর তার সঙ্গী টুম্পা রানী দাসও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞাপন

সোমবার ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪০ বছর বয়সী টুম্পার মৃত্যু হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা।

টুম্পা নিতাইগঞ্জের ভবানীগঞ্জ এলাকায় ওই তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে দুই শিশু সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন

ওসি বলেন, টুম্পার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর বিকেলে র‌্যাব-১১ এর সদস্য অভিজিৎ সিংয়ের (২৮) মৃত্যু হয় বার্ন ইনস্টিটিউটে। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগের রাতে ভবানীগঞ্জের ওই ফ্ল্যাটে দগ্ধ হন অভিজিৎ ও টুম্পা। তবে কীভাবে তারা দগ্ধ হলেন বা আগুনের সূত্রপাত কীভাবে হল, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি পুলিশ বা র‌্যাব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |