ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে বেগুন ও শসা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৭ ডিসেম্বর ২০২৩ , ০৭:২০ পিএম


loading/img
ছবি : আরটিভি

টাঙ্গাইলের মধুপুরে হারুন অর রশিদ নামের এক চাষির ৯০ শতাংশ জমিতে চাষ করা বেগুন ও শসা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মির্জাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হারুন অর রশিদ ওই গ্রামের ইয়াছিনের ছেলে। 

ক্ষতিগ্রস্ত কৃষক হারুন অর রশিদ জানান, রোববার (১৭ ডিসেম্বর) সকালে শসা ও বেগুন খেতে গিয়ে দেখতে পান তার রোপণ করা গাছগুলো কে বা কারা রাতের আঁধারে কেটে ফেলেছে। এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। 

বিজ্ঞাপন

তিনি জানান, ৯০ জমি শতাংশ জমি চাষাবাদ করতে তার খরচ হয়েছে প্রায় তিন লাখ টাকা। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলীসহ আরও অনেকে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |