ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

পানির নিচে মিলল শিশুর মরদেহ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ , ০৯:৩৫ এএম


loading/img
ছবি : সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে পুকুরে ডুবে জিসান নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাকলজোড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

শিশু জিসান গুজিরকোণা গ্রামের জসিম মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাবা জসিম মিয়া জানান, জিসানের মা অন্তঃসত্ত্বা। অসুস্থ থাকায় ঘরে শুয়ে ছিলেন। সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে জিসানকে বাড়িতে না পেয়ে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ করেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে একপর্যায়ে পুকুরে জিসানের জুতা ভাসতে দেখেন। পরে পানিতে নেমে খোঁজ করলে সেখান থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার এসআই হান্নান মিয়া জানান, সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা গেছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |