আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনই চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদের বিরোধী হিসাবে পরিচিত, আওয়ামী লীগের একাংশের নেতারা পক্ষ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী, সাবেক পৌর মেয়র মোহাম্মদ আব্দুল মতিনের।
প্রকাশ্যে সভা করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান বিএনএম প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। সেই সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।
বক্তব্যে মোখলেসুর রহমানকে বলতে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ওদুদকে সরাও, আমরা একজন মাওলানাকে (বিএনএমের প্রার্থী পেশায় ইমাম) ভোট দিয়ে সংসদে পাঠাব।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর দ্বারিয়াপুর এলাকায় সোমবার বিকালে অনুষ্ঠিত ওই সভায় কোন ব্যানার না থাকলেও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে দেখা যায়।
আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে সভায় বিএনএম প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার বিষয়টি আওয়ামী লীগের প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের দৃষ্টিতে এনে মন্তব্য জানতে চাইলে তিন বলেন, কিছু গণবিচ্ছিন্ন নেতা আছেন, এরা বরাবরই নির্বাচন আসলে নৌকার বিরুদ্ধে কাজ করে থাকেন।
তিনি বলেন, দলীয় পদে থেকে অন্য দলের প্রার্থীর পক্ষে কাজ করা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। বিষয়টি আমি কেন্দ্রীয় নেতাদের নজরে আনব।