চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া সামশুল হক চৌধুরীর গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে অবরুদ্ধ করে রাখে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনার বর্ণনা দিয়ে সামশুল হকের পক্ষের নেতাকর্মীরা জানিয়েছেন, অতর্কিতে হামলা চালিয়ে কমপক্ষে ৮টি গাড়ি ভাঙচুরের পাশাপাশি কুপিয়ে চাকা পাংচার করে দেওয়া হয়েছে। এ সময় প্রার্থী সামশুল হক চৌধুরীকে অবরুদ্ধ করে রাখা হয়। তারা এ হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর অনুসারী নেতাকর্মীদের দায়ী করছেন।
এদিকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হামলার বিষয়ে সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল হক চৌধুরী শারুন জানান, বুধবার বিকেলে সামশুল হক চৌধুরী শতাধিক নেতাকর্মী নিয়ে কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে তাদের নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। কিছুক্ষণ পর অতর্কিতে একটি মিছিল আসে। তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা গণসংযোগের বহরে থাকা ৭-৮টি গাড়ি ভাঙচুর করে।
এদিকে উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, গত ১৫ বছর ধরে এমপি সামশুল সাহেব বিরোধী নেতাকর্মীদের অনেকভাবে হয়রানি করেছেন। অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছেন। তার বিরুদ্ধে হামলা বিরোধী নেতাকর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ।
জানতে চাইলে পটিয়া থানার ওসি মুহাম্মদ নেজাম উদ্দীন বলেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গাড়িতে হামলার অভিযোগ আমরা পেয়েছি। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র যুগ্ম জেলা জজ মহিবউল্লাহ, পটিয়ার ইউএনও, অ্যাডিশনাল এসপিসহ আমরা ঘটনাস্থলে এসেছি। প্রার্থী এখান থেকে নিরাপদে চলে গেছেন। আমরা সার্বিক বিষয় তদন্ত করে দেখছি।
উল্লেখ্য, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এবার চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। গত তিনবারের সংসদ সদস্য ও শেষবারে জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করা সামশুল হক চৌধুরী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচন করছেন।