নোয়াখালীর সেনবাগ পৌর শহরে নৌকার সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মিছিলটি সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ আর টিভির পরিচালক সাইফুল আলম দীপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাসের দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক সাহজাহান পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ নেতা শোয়েবসহ ছাত্রলীগ-যুবলীগের নেতৃবৃন্দ।