ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

‘বিএনপি জনগণকে বিপদে ফেলতে চায়’

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ , ০৬:৫৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

নির্বাচনের আগে যারা নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করছেন তারা আবার জনগণকে বিপদে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বিজ্ঞাপন

সোমবার (২৫ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলঝলি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনের আগে যারা নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করছেন তারা আবার জনগণকে বিপদে ফেলতে চায়। লিফলেট বিতরণে ভোটে কোনো প্রভাব পড়বে না।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, এই লিফলেট বিতরণ করর বিএনপি জনগণকে বিপদে ফেলার আহ্বান জানাচ্ছেন। এতে ভোটে কোন প্রভাব পড়বেনা। আমাদের সকলের ক্ষতি হবে। বিএনপি আবারও একটি আত্মঘাতী কাজ করছে। আমরা যদি বিদ্যুৎ বিল না দেই, তাহলে এতে আমাদের ক্ষতি। আমরা যদি জমির খাজনা না দেই, এটা আমাদের ক্ষতি। অতএব কারো কথা না শুনে নিজের কাজ করার পাশাপাশি ভোট দিতে হবে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওয়াহিদুজ্জামান সুজাসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

এর আগে মন্ত্রী ওই এলাকায় সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |