ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাল্যবিয়ে করার সময় ম্যাজিস্ট্রেট দেখে দৌড়ে পালিয়েছেন বর ও অতিথিরা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ষৌন লোহঘর এলাকার মাসুম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন দুপুরে প্রবাসী মাসুম তালুকদারের মেয়ে তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার (১৫) এর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে কনের বাড়িতে অভিযান চালান আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। এসময় ম্যাজিস্ট্রেটকে দেখে দৌড়ে পালিয়ে যান বর ও বরযাত্রীসহ বিয়ে বাড়িতে আসা অতিথিরা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে পেয়ে কনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বরসহ অতিথিরা পালিয়ে যান। পরে কনের মা স্বপ্না খানম মেয়ে প্রাপ্ত বয়স হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।