ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ম্যাজিস্ট্রেট দেখে দৌড়ে পালালেন বর

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ , ১১:১০ পিএম


loading/img
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাল্যবিয়ে করার সময় ম্যাজিস্ট্রেট দেখে দৌড়ে পালিয়েছেন বর ও অতিথিরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ষৌন লোহঘর এলাকার মাসুম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন দুপুরে প্রবাসী মাসুম তালুকদারের মেয়ে তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার (১৫) এর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে কনের বাড়িতে অভিযান চালান আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। এসময় ম্যাজিস্ট্রেটকে দেখে দৌড়ে পালিয়ে যান বর ও বরযাত্রীসহ বিয়ে বাড়িতে আসা অতিথিরা। 

বিজ্ঞাপন

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে পেয়ে কনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বরসহ অতিথিরা পালিয়ে যান। পরে কনের মা স্বপ্না খানম মেয়ে প্রাপ্ত বয়স হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |