• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৪, ১৫:৩০
সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি : আরটিভি

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মাদক মামলায় সুমন আলী (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সুমন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নামোচাক পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

এই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধ সেতুু পশ্চিম গোলচত্বরের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র‌্যাব-১২-এর সদস্যরা। এ সময় রাজশাহী থেকে ভৈরবগামী সামি-জনি এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সুমন আলী নামে এক যাত্রীর জুতার ভেতর থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১২-এর পুলিশ পরিদর্শক সেলিম পারভেজ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত আজ সুমন আলীতে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবকের প্রাণহানি
সাবেক এমপি বাহারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা
ফায়ার ফাইটারের মৃত্যু: ট্রাকচালক-হেলপার কারাগারে
মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড