• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

সিরাজগঞ্জে ১২ লাখ টাকার নকল সিগারেটসহ ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৯
সিরাজগঞ্জে ১২ লাখ টাকার নকল সিগারেটসহ ব্যবসায়ী আটক
ছবি : আরটিভি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকার নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেটসহ রুহুল আমিন ইসলাম শুভ (৩০) নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাব। এ সময় ১টি কাডার্ভভ্যান জব্দ করা হয়।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার রামারচর এলাকা থেকে নকল সিগারেটসহ ওই ব্যবসায়ী আটক করা হয়।

আটক রুহুল আমিন ইসলাম শুভ রাজশাহী জেলার বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লাপাড়ার সলঙ্গা থানার রামারচর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় নাটোরগামী একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আটক রুহুল আমিনের তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানের পেছনে ৬২টি কাগজের কার্টনে ১২ লাখ ৩০ হাজার নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয় এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ছাড়াও প্রতারকের কাছ থেকে ১টি মোবাইল, ২টি সিম কার্ড ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিকে উদ্ধারকৃত আলামত সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৮ ডিসেম্বর)
৬৩৪ কোটি টাকায় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক
দুই কোটি টাকার স্বর্ণের ১৪টি বারসহ তিন ট্রেনযাত্রী আটক