• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৪, ১৬:৩৪
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১ জানুয়ারি) সকালে গুড়দাহ দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬)।

আহতরা হলেন- পদ্মপুকুর পশ্চিমপাড়ার খায়রুল ইসলামের ছেলে জিহাদ হোসেন (১৮) ও আবু বকরের ছেলে সবুজ হোসেন (১৭)।

স্থানীয় বাসিন্দা খালিদ বিন আসাদ হৃদয় জানান, মোটরসাইকেলে লিয়াকত আলী গুড়দাহ বাজার থেকে জীবননগর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আশিষ দাস গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাম্বুলেন্স-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল কৃষি কর্মকর্তার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮
মেছো বিড়াল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১