• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

যশোরে স্কেভেটরচালকের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৪, ১১:৫৬
যশোরে স্কেভেটরচালকের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

যশোরে ফরিদুল ইসলাম নামে এক স্কেভেটরচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জানুয়ারি) চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফরিদুল ইসলাম মণিরামপুর উপজেলার মল্লিকপুর ঝাঁপা গ্রামের মুনসুর আলীর ছেলে।

জানা যায়, গত কয়েক দিন যাবৎ স্কেভেটরচালক সাড়াপোল গ্রামে মাটি কাটছিলেন। তিনি রাতে স্কেভেটরের মধ্যেই ঘুমিয়ে থাকতেন। সকালে এলাকাবাসী স্কেভেটরের কাছে গিয়ে দেখতে পান তিনি ঘুমিয়ে রয়েছেন। অনেক ডাকাডাকি করেও তার সাড়া মিলছে না। এরপর তারা চাঁচড়া পুলিশ ফাঁড়িতে খবর দেন।

পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সেটা জানাতে পারেনি পুলিশ ও এলাকাবাসী। তার মৃত্যু রহস্যজনক বলে পুলিশ মন্তব্য করেছে। এ কারণে ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন কোটি টাকা মূল্যের ৪ গাড়ি উদ্ধার, পাঁচ প্রতারক আটক
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড
বাথরুমে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ