• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

রেললাইনের স্লিপার খুলে নাশকতার চেষ্টা

আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৪, ১৩:৩০
রেললাইনের স্লিপার খুলে রেখেছিল দুর্বৃত্তরা, জেলেরা দেখতে পাওয়ায় রক্ষা
ছবি : সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলায় রেললাইনের স্লিপার খুলে রেখে নাশকতার চেষ্টা চালানোর ঘটনা ঘটেছে।

সোমবার (১ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার জারিয়া বালুঘাট এলাকায় দুর্বৃত্তরা স্লিপার খুলে রাখে।

জানা যায়, ময়মনসিংহ-জারিয়া রেললাইনে নাশকতা ঘটাতে স্লিপার খুলে রেখে দেয় দুর্বৃত্তরা। সকালে জেলেরা মাছ ধরতে গিয়ে বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। পরে রেল কর্তৃপক্ষ যোগাযোগ বন্ধ করে লাইন সংস্কার করে।

জারিয়া এলাকার দায়িত্বরত আনসার কমান্ডার জিয়াউর রহমান বলেন, জেলেরা টের পেয়ে আমাকে জানালে বিষয়টি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষকে অবহিত করি। পরে তারা ট্রেন থামিয়ে লাইন সংস্কার করে।

পূর্বধলা রেলস্টেশন মাস্টার মো. মনির হোসেন জানান, রেলপথের জারিয়া এলাকায় লাইনের ১৪টি স্লিপারের ২৮টি নাট খুলে রেখে দেয় দুর্বৃত্তরা। সকাল পৌনে ৮টার দিকে দায়িত্বরত আনসার কমান্ডার জিয়াউর রহমান বিষয়টি জানায়। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে দ্রুত লোক পাঠিয়ে সংস্কার করা হয়।

বিষয়টি আগে জেনে যাওয়ায় ২৭২ নম্বর লোকাল ট্রেনটি ২ ঘণ্টা ৫ মিনিট থামিয়ে লাইন সংস্কার করা হয়েছে বলেও জানান রেল বিভাগের এ কর্মকর্তা।

পূর্বধলার ইউএনও খবিরুল আহসান বলেন, স্লিপারের নাট খুলে রেখেছিল দুর্বৃত্তরা। বিষয়টি টের পেলে কর্তৃপক্ষের সহযোগিতায় সেটি সংস্কার করে রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেললাইনের পাশে মিলল যুবকের মরদেহ
ট্রেন দেখে সন্তানকে নিয়ে রেললাইনে শুয়ে পড়লেন বাবা, অতঃপর...
রেললাইনে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষার্থী
নাটোরে রেললাইনে ফাটল, ট্রেন চলছে ধীরগতিতে