• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৪, ১৬:৫৫
ছবি : আরটিভি

ঘন কুয়াশা কেটে যাওয়ার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের সাতটি ফ্লাইটের ঢাকাগামী চার শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ২টা ৩৫ মিনিট থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়। এর আগে, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৯টায় ৯ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছিল। সে সময় ঘন কুয়াশার কারণে এ অঞ্চলে দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। ফলে বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠা-নামা করতে না-পারায় শিডিউল বিপর্যয় পড়েছে। দুর্ভোগে পড়েছে চার শতাধিক ঢাকাগামী বিমান যাত্রী। এদের মধ্যে শিশু ও বৃদ্ধ যাত্রী ছিল।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল বিমানবন্দর এলাকা। সকাল সাড়ে ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ১০০ মিটার, দুপুর ১২টায় তা বেড়ে ৭০০ মিটারে গিয়ে দাঁড়ায়। দুপুর ২টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘন কুয়াশায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন
শিয়ালের কারণে ২৫ মিনিট বিলম্বে নামল ফ্লাইট
সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ