পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৭ জন এমপি-মন্ত্রীকে আওয়ামী লীগর মনোনয়ন দেওয়া হয়নি। আমি চতুর্থবার নৌকার মনোনয়ন পেয়েছি। আমার বিরুদ্ধে কোনো অনিয়ম-দুর্নীতির অভিযোগ নেই।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, গত ১৫ বছর আমি স্বচ্ছতার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার প্রতিনিধি হিসেবে দেশকে উন্নত রাষ্ট্রে এগিয়ে নিতে সহায়তা করেছি। আমার ও নৌকার বিরুদ্ধে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নৌকার বিরোধিতা করে আওয়ামী লীগ নেতা দাবি করা কাউকে সুযোগ দেওয়া যাবে না। নৌকার বিরোধিতাকারীদের থেকে দূরে থাকতে হবে। তারা বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে চক্রান্ত করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নৌকার বিরোধীদের আগামী ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। পুনরায় নৌকায় ভোট দিয়ে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার সুযোগ দেন।