• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

টিভি দেখানোর কথা বলে ডেকে নিয়ে শিশু ধর্ষণ

আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৪, ০১:১১
শিশু ধর্ষণ
ফাইল ছবি

শরীয়তপুরের গোসাইরহাটে নাহিদ হাওলাদার (২০) নামে এক যুবকের বিরুদ্ধে টেলিভিশন দেখানোর কথা বলে ছাদে নিয়ে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে সোমবার ( জানুয়ারি) রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে ঘটনা ঘটে

অভিযুক্ত নাহিদ হাওলাদার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের জসীম হাওলাদারের ছেলে

মঙ্গলবার ( জানুয়ারি) অসুস্থ অবস্থায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

ভুক্তভোগীর পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে তার মা পিঠা বানাতে যায় নাহিদেদের বাড়িতে তখন শিশুটিকে টেলিভিশন দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায় নাহিদ পরে ছাদে নিয়ে শিশুটিকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে

এদিকে দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর ছাদ থেকে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে এক পর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার সকালে প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়

অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় ঘটনার পর থেকেই হুমকি-ধামকি দিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ পাওয়া গেছে

ভুক্তভোগীর মা বলেন, নাহিদের মাকে বিষয়টি জানালে লোকলজ্জার দোহাই দিয়ে চুপ থাকতে বলেন মেয়েটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসি তারা ঘটনা ধামাচাপা দিতে হুমকি দিচ্ছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই

বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুষ্পেন দেবনাথ বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি বিষয়টির খোঁজ খবর নেওয়া হবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

তবে ঘটনার বিষয় অভিযুক্তের পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার
শরীয়তপুরে ছাড়পত্র ছাড়াই চলছিল ইটভাটা, ২ লাখ টাকা জরিমানা
সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু