• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

তিতাসে পায়ের রগ কেটে যুবককে হত্যা

আরটিভি নিউজ

  ০৪ জানুয়ারি ২০২৪, ১৬:৩৮
মো. মাসুম
নিহত মো. মাসুম (ছবি : সংগৃহীত)

কুমিল্লার তিতাস উপজেলায় এক যুবককে নির্যাতন করে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার শোলাকান্দি গ্রামে। নিহত যুবক উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া চকের বাড়ির মৃত মরম আলীর ছেলে মো. মাসুম ওরফে মাজহারুল (২৮)।

নিহতের মা মাসুদা বেগম জানান, বুধবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিকেল ৪টার দিকে ফোন দিয়ে বিকাশে ৫০ হাজার টাকা নেয়। রাত ৮টার দিকে খবর পায় তার ছেলে গৌরীপুর হাসপাতালে। গিয়ে দেখেন ছেলের শরীরে জখম এবং পায়ের রগ কাটা। দ্রুত ঢাকা নেওয়ার পথে মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, নিহতের পরিবার সূত্র মতে দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর এলাকার জনৈক এক জনের সঙ্গে টাকা পয়সার লেনদেন ছিল। এ ছাড়া ভিকটিম ভিডিওতে বলে গেছে কারা তাকে মারধর করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। দ্রুত সময়ে হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
যশোরে হত্যা মামলার আসামিকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
আগামী কয়েকদিনের জন্য দুঃসংবাদ দিলো তিতাস