ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

জমি নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪ , ১২:৪৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শাহিনুর বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শাহিনুর মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের জাকির তালুকদারের স্ত্রী। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন।

নিহতের পরিবারের বরাতে ওসি শামসুদ্দিন বলেন, জাকির তালুকদারের সঙ্গে চাচাতো ভাই ফেরদাউস তালুকদারের জমিজমার বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদের একপর্যায়ে সংঘর্ষে হয়। এ সময় ফেরদাউস লাঠি দিয়ে শাহিনুর বেগমকে মাথায় আঘাত করলে তিনি  মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মারধরের সময় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন বলেও নিহতের পরিবার দাবি করেছে। 

ওসি শামসুদ্দিন আরও বলেন, শাহিনুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |