• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

সাতক্ষীরায় লাঙ্গলের কর্মীর ওপর হামলা, আহত ১ 

সাতক্ষীরা প্রতিনিধি

  ০৫ জানুয়ারি ২০২৪, ১১:১১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশুর কর্মী আফজারুল হককে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার ভবানীপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের স্বজনরা জানান, বিকেলে লাঙ্গল প্রতীকের জনসভা শেষ করে বাড়ি ফেরার পথে ঈগল প্রতীকের সমর্থকেরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে আহত ব্যক্তিকে দেখতে হাজির হন লাঙ্গলের প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুসহ মহাজোট নেতাকর্মীরা। তারা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্টে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতের মধ্যে সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি 
স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও
ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
সাতক্ষীরায় আই ডায়াসপোরা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত