• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ভোটকেন্দ্রে আগুন, অফিসের পিয়ন গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৩৭
অফিস পিয়ন
ছবি- সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনায় স্কুলটির অফিসের পিয়ন আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্কুলটি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হওয়ায় আগুনের বিষয়টি সর্বত্র আলোচনায় ছিল।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টায় আবু বক্করকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।

পুলিশ সুপার জানান, ঘটনাটি নির্বাচনী নাশকতা নয়। স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে অফিসের পিয়ন নিজেই কক্ষে আগুন দিয়েছে। ঘটনাটি রাজনৈতিক খাতে প্রবাহিত করতেই সে এই সময়কে বেছে নিয়েছে। সে ডকুমেন্টস নষ্ট করতে এই পথ বেছে নিয়েছিল।

এর আগে, শুক্রবার সকাল ৭টার দিকে চর সাহাভিকারী উচ্চবিদ্যালয়ের একটি ভবনে আগুন দেওয়া হয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার আধঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কয়েক লাখ টাকার সম্পদ পুড়ে নষ্ট হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে শিক্ষার্থী হত্যা, যুবলীগ নেতা গ্রেপ্তার
বগুড়ায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪
কয়েকবার নোটিশ পেয়েও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ
তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে