• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

সড়ক থেকে ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৪৫
বোমা বিস্ফোরণ
ছবি- সংগৃহীত

মেহেরপুর গাংনী উপজেলার চাঁদপুর-শালদহ উত্তর মাঠের পাকা সড়কের ওপর থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে এগুলো উদ্ধার করে গাংনী পুলিশের একটি দল।

হেমায়েতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাগরি হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে বোমা সাদৃশ্য বস্তুটি চারটি পড়ে থাকার বিষয়ে জানতে পারি। পাকা সড়কের ওপরে দুটি কলাগাছ কেটে ফেলে রাখা হয়। এর পাশে দুটি এবং পাকা সড়কের পাশে আরও দুটি বোমা সাদৃশ্য বস্তু পড়ে ছিল। বিষয়টি জানানো হলে গাংনী থানা পুলিশের একটি টিম গিয়ে তা উদ্ধার করে।

এ বিষয়ে গাংনী থানার এসআই দেবাশীষ অধিকারী জানান, কাল স্কচটেপ দিয়ে মোড়ানে বোমা সাদৃশ্য বস্তু চারটি পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদের বাথরুম থেকে মুসল্লির মরদেহ উদ্ধার
পাইকগাছায় সড়কে বেপরোয়া খড়বোঝাই নছিমন, ঘটছে দুর্ঘটনা
পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বাড়ি থেকে নৃত্যশিল্পীর মরদেহ উদ্ধার