• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

অন্যের বউয়ের সঙ্গে প্রেম, পুকুরপাড়ে মিলল মরদেহ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৪, ১৪:০৯
মরদেহ
ছবি- সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুকুরপাড় থেকে খাইরুল ইসলাম (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার ভূষিরবন্দর এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরকীয়াজনিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্র জানিয়েছে, ভূষিরবন্দর এলাকার বিবাহিত এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল খাইরুল ইসলামের। বিষয়টি নিয়ে এর আগেও কয়েকবার দুই’পক্ষের মধ্যে গণ্ডগোল হয়। শনিবার সকালে খাইরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, পরকীয়া জনিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের গোপনাঙ্গ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর শীর্ষ ৩ পদে নারী কর্মকর্তা 
পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর ক্ষেত্রে শরীরের বিনিময়: স্বস্তিকা
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার