• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পুড়িয়ে দেওয়া কেন্দ্রেই হবে ভোটগ্রহণ

আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৪, ২২:০৭
পুড়িয়ে দেওয়া কেন্দ্রেই হবে ভোটগ্রহণ
ছবি : সংগৃহীত

হবিগঞ্জ-৪ আসনের চুনারুঘাট এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি পুড়িয়ে দেওয়া হলেও তা ধুয়ে-মুছে শামিয়ানা টাঙিয়ে ভোটগ্রহণের জন্য পুনরায় প্রস্তুত করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় কেন্দ্রটিতে আগুন দেয় ভোটবর্জনকারীরা।

এ সময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়েছে বিদ্যালয়টির চেয়ার-টেবিলসহ সব আসবাবপত্র।

কেন্দ্র পুড়িয়ে দেওয়া হলেও দমে যাননি নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তারা। শনিবার সকাল থেকেই শুরু হয় কেন্দ্রটিকে ভোটগ্রহণের উপযুক্ত করার কাজ। আর বিকেল গড়াতেই প্রস্তুত হয় কেন্দ্রটি।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার অঞ্জন কুমার দেব বলেন, হবিগঞ্জ-৪ আসনের বাকি ৮৩টি কেন্দ্রের মতো এই আসনটিতেও ৭ জানুয়ারি সকাল ৮টা থেকেই যথারীতি ভোটগ্রহণ শুরু হবে। প্রশাসনের সহায়তায় কেন্দ্রটি এখন ভোটগ্রহণের জন্য প্রস্তুত। সকাল হলেই ৯টি বুথে ৪ হাজার ৩১৭ জন ভোটার এই কেন্দ্রে ভোট দিতে পারবেন। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় এরইমধ্যে একজনকে আটক করা হয়েছে জানিয়ে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এ সময় ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ ১৬ নির্দেশনা
দিনের ভোট রাতে হবে, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র: রিজভী
হবিগঞ্জে স্বামীর বিরুদ্ধে সেই পাকিস্তানি তরুণীর মামলা
ভোটার তালিকা হালনাগাদে কর্মকর্তাদের কঠোর নির্দেশ ইসি আনোয়ারুলের